আমি যাই লিরিক্স । রপম ইসলাম । Ami Jai Lyrics । Rupam Islam
আমি
যাই লিরিক্স লিখেছেন রুপম ইসলাম । এটি রুপম ইসলামের একক এ্যালবাম “আমি” থেকে নেয়া
হয়েছে । গানের সঙ্গীত আয়োজন করেছেন রুপম ইসলাম ও অমিত দত্ত ।
Bangla Songs Lyrics । বাংলা গানের লিরিক্স । Bengali Song Lyrics
Ami Jai Lyrics । Rupam Islam
গানের শিরোনাম : আমি যাই
Song Title : Ami Jai
কন্ঠ : রুপম ইসলাম
Vocal : Rupam Islam
কথা : রুপম ইসলাম
Lyrics : Rupam
Islam
সুর ও সঙ্গীত : রুপম ইসলাম
Tune & Music : Rupam Islam
ঘরানা : আধুনিক বাংলা
গান
Genere : Bangla
Modern Song
এ্যালবাম : আমি
Album : Ami
Bangla Songs Lyrics । বাংলা গানের লিরিক্স । Bengali Song Lyrics
Ami Jai Lyrics । Rupam Islam
Ami Jai lyrics written by Rupam Islam and sung by
Rupam Islam. Rupam Islam composed and arrangement the music with Amit Datta.
Album name of the song is Ami.
Ami Jai Lyrics
আদিখ্যেতার প্রশ্ন নেই,
কান্না চাইছিনা মোটেই
চোয়াল শক্ত থাকুক চোখে ঘনাক
মেঘ,
এটা শিক্ষার প্রতিশোধ,
দুটো ভিন্ন মূল্যবোধ
মুখে বালিশ চেপে খুন হলো
আবেগ ।
গল্প মিলনান্ত না,
তাই আর ঢপের সান্তনা
দিয়ে জোড়া তালির নেই কোনো
বালাই,
বদলানোর আগ্রহ নেই,
তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও আমি যাই...
বেশ তো হলো অনেক বাৎ , তর্কে
তর্কে কাটলো রাত,
নিভলো মনের আলো জ্বললো অন্ধকার...
দার্শনিক এই অবসাদ, মুখে
তেতো তেতো স্বাদ,
আরেকটু কাছে যাওয়া, তোমায়
চুমু খাওয়া,
হলো না আমার...
পাশাপাশি নিকট নয়,
শরীর জাগার বিকট ভয়
মতাদর্শে বাতিল হালকা হাত
ছোঁয়া,
তুমিও ঠিক, আমিও ঠিক,
ভুল নিতান্তই প্রাকৃতিক
খানিক র্যাডিকাল আর খানিক
বুর্জোয়া ।
কেউ হেরে যায় কেউ পড়ে,
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও জিতবেনা
সবাই,
আপোষের আগ্রহ নেই,
তাই ভোট দিচ্ছি বিচ্ছেদেই
যুদ্ধ জয়ে তুমি থেকো আমি
যাই..
.
.
জানি মোদ্দা কথা শেষ
তবু লেজুড় অবশেষ
জুড়তে ইচ্ছে করছে খুব, দিই
জুড়ে,
স্বপ্নে দেখেছি তোমায়
হাটতে বালুকাবেলায়
ভিজে পা, তবুও তা যায় পুড়ে...
দু জোড়া পা, দুটো মন
একই লক্ষ্যে সারাক্ষন
দৈবপ্রেমে ভেজে তেজী সমুদ্দুর,
বাড়লো ঢেউ আরেক ধাপ
ভেঙে বালির কেল্লা গড়ার
পাপ
স্বপ্নে মেলায় বস্তু তর্কে
বহুদূর...
কেঠো চুক্তি, শুকনো বাৎ
সতর্কতায় কাটলো রাত,
পক্ষাঘাতের চেয়ে ভালো শোকাঘাত,
দার্শনিক এই অবসাদ
মুখে তেতো তেতো স্বাদ,
একটু কাছে আসা, তোমায় ভালোবাসা,
আরেকটু কাছে যাওয়া, তোমায়
চুমু খাওয়া,
হলো না আমার...
কেউ হেরে যায় কেউ পড়ে,
কেউ হারবে জেনেও লড়ে
হাজার চেষ্টা করলেও জিতবেনা
সবাই,
জোট সরকারে আস্থা নেই
তাই ভোট শূন্য ব্যালটেই
গণতন্ত্রে তুমি থেকো আমি
যাই...
গল্প মিলনান্ত না
তাই আর বালের সান্তনা
দিয়ে জোড়া তালির নেই ধানাই
পানাই,
বদলানোর আগ্রহ নেই তুমি থেকো তোমাতেই
দরজা বন্ধ করে নিও আমি যাই...