সাম্যের বিশ্ব চাই - Shammerr Bissho Chai Lyrics- তাবিব মাহমুদ ও রানা - Tabib Mahmud and Rana
Song Title: Shammerr Bissho Chai গায়কঃ তাবিব মাহমুদ ও রানা Rapper: Tabib Mahmud and Rana
কথাঃ তাবিব মাহমুদ Lyrics: Tabib Mahmud
মিউজিকঃ এল এম জি বিট Music: LMG Beat প্রকাশনাঃ এমেনেস্টি ইন্টারন্যাশনাল Producer: Amnesty International
Shammerr Bissho Chai Lyrics
জীবনটা নয় টম ইদুরের খেলা এই কথা বুঝাতেই গল্পটা বলা দেখেছে যেখানে যারা নিস্পাপ কিছু হোক তারা ভিনদেশী রোহিঙ্গা শিশু যেহেতু এ জীবনটা স্রষ্টার দান বিদ্যার চোখে তাই সবাই সমান রক্তের লাল রঙে এক সংকেত মানুষের মাঝে নাই বাদ বিচ্ছেদ আজকের সব শিশু শিক্ষার আলো পেলে আগামির পৃথিবীর ঝলমলে রুপ অনথ্যা ভুল হবে অন্যায় বেড়ে যাবে পাপীদের দাবানলে রবে নিশ্চুপ
শিশুদের গড়ে তুলো ভেদাভেদ ভুলে যাও বুকে টেনে ভালোবেসে মমতা শিক্ষা দাও কিছুদিন পর তবে দেখবে সোনালী মুখ মানুষের হাসি দেখে প্রকৃতি ঘুচাবে দুখ আমরা সাম্যের বিশ্ব চাই সবার জন্য শিক্ষা চাই এই অধিকার তোমার আমার পৃথিবীতে আজ কেনো মানবতা মার খায়? নিজ দেশ থেকে ওরা রোহিঙ্গা বিতাড়িত বাংলার কোলে এসে মাথা গুজে নিলো ঠাই জীবনের গতিপথে মানুষেরা পরাজিত ছোটো ছোটো শিশুরা ঘরহারা দিকহিন বেড়ে উঠে শৈশবে বিদ্যার ছোয়া কই? এটাইতো অবিচার পায় না সে অধিকার মানুষের মাঝে আজ সাম্যের সুর কই? রোহিঙ্গা শিশু যদি শিক্ষা না পায় তবে অপরাধে জড়াবে সারাদেশে ছড়াবে আমাদের উন্নতি গতিপথ হারাবে এই ক্ষতি বাংলাকে বহুদিন ভুগাবে শোনো হে মিয়ানমার সাম্যের ডাক শুনে সন্তানদের বুকে ফিরিয়ে নাও তদ্দিন ছোটো ছোটো শিশুদের কাছে টেনে শান্তির কথাগুলো শিক্ষা দাও আমরা সাম্যের বিশ্ব চাই সবার জন্য শিক্ষা চাই এই অধিকার তোমার আমার