Tumi Ashbei Ami Jaani Song Lyrics। Kabir Suman
Bangla Songs Lyrics । বাংলা গানের লিরিক্স । Bengali Song Lyrics
বিখ্যাত
তুমি আসবেই আমি জানি গানটি গেয়েছেন বিখ্যাত বাংলা সঙ্গীত শিল্পী কবির সুমন
। গানটির রচয়িতা, সুরকার ও সঙ্গীত পরিচালকও তিনি। আধুনিক বাংলা গানের কথায় জীবনের
প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবির সুমনের প্রতিটি গানে। জীবনমুখী বাংলা গানের অন্যতম
প্রবক্তা তিনি ।
Tumi Ashbei Ami Jaani Song
Lyrics
গানের শিরোনাম
|
:
|
তুমি আসবেই আমি জানি
|
Song Title
|
:
|
Tumi Ashbei Ami Jaani
|
শিল্পী
|
:
|
কবির সুমন
|
Band
|
:
|
Kabir Suman
|
সুর
|
:
|
কবির সুমন
|
Tune
|
:
|
Kabir Suman
|
গীতিকার
|
:
|
কবির সুমন
|
Lyrics
|
:
|
Kabir Suman
|
সঙ্গীত
|
:
|
কবির সুমন
|
Music
|
:
|
Kabir Suman
|
ঘরানা
|
:
|
আধুনিক বাংলা গান
|
Genre
|
:
|
Bangla Modern Song
|
Bangla Songs Lyrics । বাংলা গানের লিরিক্স । Bengali Song Lyrics
Tumi Ashbei Ami Jaani Song Lyrics
Tumi Ashbei Ami Jaani song lyrics written by famous
Bengali singer Kabir Suman. Kabir Suman is the music composer of the song and
he also the lyricist of the song. Kabir Suman is one of the most famous singer
in India as well as Bangladesh.
Tumi Ashbei Ami Jaani Song Lyrics
জানিনা
কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানিনা
কতটা ঘন মেঘ হলে হবে ঘনশ্যাম
জানিনা
কতটা কথা বলা হলে হবে কথকতা
জানিনা
কিভাবে স্রোত ভেঙ্গে দেয় নদীর জড়তা
জানিনা
ফুরাবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর
আসবে না, তুমি আসবেই আমি জানি। ।
জানিনা
কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানিনা
শ্রীরাঁধিকার প্রিয় ছিল কিনা রাধাচূঁড়া
জানিনা
শ্যামের বাঁশি সাঁওতালি সুরে বাজে কিনা
জানিনা
কঠিরার পথ মথুরার হদিস চিনিনা
জানিনা
ঝুলনে হয় আজও কিনা মিঠে কানাকানি
উত্তর
আসবে না, তুমি আসবেই আমি জানি। ।
জানিনা
তথাগতর স্তব কেন দুনিয়া বোঝেনি
জানিনা
জুডাস কেন ভালবেসে জিশুকে খোঁজেনি
জানিনা
এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কিনা
জানিনা
লালন শুনে ভাসে কেন বুকের আঙ্গিনা
জানিনা
বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর
আসবে না, তুমি আসবেই আমি জানি ।।
জানিনা
তিতুমিরের নাম কেন ব্যরিকেডে নেই
জানিনা
রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানিনা
সুমন তুমি কেন কৃষিকাজ যে জাননা
জানিনা
মানব জমি আবাদ ফলত কিনা সোনা
জানিনা
কাঁদায় কেন সহজ সুরে শয়তানি
উত্তর
আসবে না, তুমি আসবেই আমি জানি। ।
জানিনা
বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে
জানিনা
হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানিনা
কোন কথার কোনখানে কোন মানে হয়
জানিনা
সমানে কেন মনে হয় হয়নি সময়
জানিনা
গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর
আসবে না, তুমি আসবেই আমি জানি। ।