তুমি সন্ধ্যার মেঘমালা লিরিক্স । রবীন্দ্র সঙ্গীত । Tumi Sandhyar Meghamala । Rabindra Sangeet
তুমি সন্ধ্যার মেঘমালা লিরিক্স একটি রবীন্দ্র সঙ্গীত । রবীন্দ্র নাথ ঠাকুর এই গানটি ১৮৯৭ সালে চলনবিলে বসে রচনা করেন। এই গানটি রবীন্দ্র সঙ্গীত প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। এই গানটি অনেক শিল্পীরাই গেয়েছেন। আপনাদের মনোরঞ্জনের জন্য Bangla Songs Lyrics কবির সুমনের গাওয়া গানটি উপস্থাপন করলাম। উপভোগ করুন তুমি সন্ধ্যার মেঘমালা লিরিক্স । রবীন্দ্র সঙ্গীত । Tumi Sandhyar Meghamala । Rabindra Sangeet
Bangla Songs Lyrics
গানের শিরোনাম
|
:
|
তুমি সন্ধ্যার মেঘমালা
|
Song Title
|
:
|
Tumi Sandhyar Meghamala
|
কন্ঠ
|
:
|
কবির সুমন
|
Vocal
|
:
|
Kabir Suman
|
কথা ও সুর
|
:
|
রবীন্দ্র নাথ ঠাকুর
|
Lyrics & Tune
|
:
|
Rabindra Nath Thakur
|
ঘরানা
|
:
|
রবীন্দ্র সঙ্গীত
|
Genre
|
:
|
Rabindra Sangeet
|
Bangla Songs Lyrics
Tumi Sandhyar Meghamala Lyrics । Rabindra Sangeet
Tumi sandhyar meghamala lyrics written by great
poet Rabindra Nath Thakur. This famous and popular Rabindra Sangeet was written
in 1897 at Chalanbil. Many of Rabindra lover sung this song. Bangla Songs Lyrics present
Kabir Suman version for your pleasure. Enjoy তুমি সন্ধ্যার মেঘমালা লিরিক্স । রবীন্দ্র সঙ্গীত । Tumi Sandhyar Meghamala । Rabindra Sangeet
Tumi Sandhyar Meghamala Lyrics, Bangla Songs Lyrics
তুমি
সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা,
মম শূন্যগগনবিহারী ।
আমি
আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা---
তুমি
আমারি, তুমি আমারি,
মম অসীমগগনবিহারী ॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
অয়ি
সন্ধ্যাস্বপনবিহারী
।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া---
তুমি
আমারি, তুমি আমারি,
মম বিজনজীবনবিহারী ॥
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে,
অয়ি
মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে---
তুমি
আমারি, তুমি আমারি,
মম জীবনমরণবিহারী ॥