Chere Jeyona (Oviman) Lyrics | ছেড়ে যেওনা (অভিমান) লিরিক্স | Tanveer Evan
Chere Jeyona (Oviman) Lyrics
গানের শিরোনাম | : | ছেড়ে যেও না (অভিমান) |
Song Title | : | Chere Jeyona (Oviman) |
শিল্পী | : | তানভীর ইভান |
Artist | : | Tanveer Evan |
কথা | : | তানভীর ইভান |
Lyrics | : | Tanveer Evan |
সুর | : | তানভীর ইভান |
Tune | : | Tanveer Evan |
সঙ্গীত | : | পিরান খান |
Music | : | Ptan Khan |
ঘরানা | : | আধুনিক গান |
Genre | : | Modern Bangla Song |
Chere Jeyona (Oviman) Lyrics
ছেড়ে যেওনা (অভিমান) লিরিক্স
ছেড়ে যেওনা, ছেড়ে যেওনা....
কি করি বল?, তুমি হীনা?
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।।
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি তখনই, হে তখনই
তোমার নামে লেখা চিঠিটি,
পড়ে তোমাকে শোনাবো...
ঠিক তখনই, হে তখনই
ভালবাসি কতটা আমি
বলো কি করে তোমাকে বুঝাবো...
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি।