Bishaal Brishtira (বিশাল বৃষ্টিরা) Lyrics - Rupam Islam ft. Samik Roy Choudhury
গানের শিরোনাম |
: |
বিশাল বৃষ্টিরা |
Song
Title |
: |
Boyosh
Holo Amar |
শিল্পী |
: |
রূপম ইসলাম ও সমীক রায় চৌধুরী |
Singer |
: |
Rupam Islam ft. Samik Roy Choudhury |
কথা |
: |
রূপম ইসলাম ও সমীক রায় চৌধুরী |
Lyrics |
: |
Rupam Islam & Samik Roy Choudhury |
সুর |
: |
রূপম ইসলাম |
Tune |
: |
Rupam Islam |
সঙ্গীত |
: |
রূপম ইসলাম |
Music |
: |
Rupam Islam |
ঘরানা |
: |
বাংলা ব্যান্ড সঙ্গীত |
Genre |
: |
Bangla
Band Song |
Bishaal Brishtira Lyric in Bengali Font:
Samik… don’t need a stage name,
With the Rock God
Rupam Islam
বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
(হঠাৎ)
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে
(কালো মেঘ ঘনিয়ে আসছে আকাশে)
আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে
বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে
আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে
কষ্টকল্পিত প্রকল্প গর্ভেই খোঁজে
প্রকাশপথ এই অন্ধকারের বেড়াজালে
সবুজ রঙ পেলে হবেই আবার সংগ্রামী
বৃষ্টিপাত তাকে অভিনন্দন পৌঁছালে
সবুজের খোঁজে বৃষ্টি পূজা
বৃষ্টি দেয় সে কৃপণ রাজা
উজাড় করে যদি ভাণ্ডার -
ধ্বংস বন্যা হাহাকার -
তবে
কেন
অকারণে
অর্চন?
নিজ
গুণে
সুখ শান্তি
বর্জন
প্রকৃতি random
মিছে আবেশটা
দখলের চেষ্টা
দ্যাখোনি শেষটা
দেখতে চেয়েও না করতে যেও না বায়না
অকারনে খুন হবে শেষটায় ময়না
তদন্ত হবে না, ইনসিওরেন্স পাবে না,
‘ঈশ্বরের হাত’ বলে case করা যাবে না
আদম বা ইভের প্রথম ভুল নয়
আজও এ স্বর্গ মানুষের ভুল সয়
অভুক্ত ধরিত্রীর জল শুষে খায়
যা যায় তা কখনও ফিরে আসবে কি?
খুশির স্বর্গ আমি খুঁজিনি যে মোটেই
নিরাশার আঁধার আমার পাশে জোটে
যমভক্ত বিরক্ত ত্রিমুণ্ড কুকুরটা যে
নরক থেকেও ফিরিয়েছে— আমায়
কিছু নেই কিছু নেই তাই চারপাশে
অশরীরী শূন্যতা প্রেতলোকে হাসে
অভিশপ্ত-ভবিষ্যৎ এই নাগপাশে
(আজও) অতীতবন্দী দেখে স্থবির আমায়
দ্যাখো ক্রোধ জ’মে মেঘের মতন
দ্যাখো ক্ষোভ জ’মে মেঘের মতন
তৃতীয় বিশ্বে নয়, তৃতীয় বিশ্বযুদ্ধে আছি
মহাপ্রলয়ের সাক্ষী আজ - হে হে - মরি বা বাঁচি
বাণী প্রলাপ
ভাল খারাপ
বাছাবাছি নেই
কাছাকাছি তবু
প্রকৃতি-মানুষে হাতাহাতি প্রভু
বিকাশে ফ্যাকাশে
কঙ্কালসার পৃথিবীটা
হাতে গীতা, কুরআন, বাইবেল
নিয়ে পিতা
রাগারাগি করে
ভাগাভাগি করে
নির্বোধ তাই আঁকড়ে ধরেছে
প্রকৃতি ভোলেনি কাজ
রুষ্ট ভ্রূকুটি আজ
বজ্র তড়িৎ বাজ
অতীতের সব ক্ষোভগুলো যেন
আছড়ে পড়েছে
আছড়ে পড়েছে
দ্যাখো ক্রোধ জ’মে মেঘের মতন
দ্যাখো ক্ষোভ জ’মে মেঘের মতন
পেতে পৃথিবীর অধিকার
ঝরবে কি বৃষ্টির চেহারায়?
জ’মে আছে কান্না, জ’মে আছে বুকে কান্না
আজ নিজের ভেতর না খুঁড়ে
বাইরে খুঁজছ হীরা পান্না?
প্রত্যাশা মারছে দিন রাত্রি জানে
জেনেও জানো না তার মানে (মানে)
কষ্ট কল্পিত প্রকল্প গর্ভেই খোঁজে
(সে খোঁজের শেষ নেই)
প্রকাশপথ এই অন্ধকারের বেড়াজালে
(গহন তিমিরে)
সবুজ রঙ পেলে হবেই আবার সংগ্রামী
(আদিম সংগ্রাম)
বৃষ্টিপাত তাকে অভিনন্দন পৌঁছালে
বিশাল বৃষ্টিরা এভাবেই নেমে আসে হঠাৎ
ব্যাপক বজ্রেরা এভাবেই হানা দিয়ে থাকে
আদিম ভয় আর দ্বন্দ্বেরা মিলেমিশে যখন
নতুন চেতনার প্রস্তাবে স্বাক্ষর রাখে
কমে যাচ্ছে Ozone
পুড়ে যাচ্ছে গোটা Amazon
AC হোক বা heater-এ
আজ thermometer-এ
চড়বে না পারদ; প্রাকৃতিক গারদ
ধরা পড়বে না কোনও viral infection
কমে আসছে দিন
নেই সে রাত রঙিন
আজ জীবনে
স্বপনে
লবণে
Lockdown-এ
Foul গোটা scene
ভারী হচ্ছে চোখ
আর কত যে দুর্ভোগ
যত সমস্যাই হোক
আছে দুই dose vaccine…
Bishaal Brishtira Lyric in English Font:
Samik…
don’t need a stage name,
With
the Rock God
Rupam
Islam
bishal
bristira ebhabei nemr ase haṭaṯh
(haṭhaṯ)
byapaka
bajrera ebhabei hana diye thake
(kalo
megea ghaniẏe ashache akase)
adima
bhaẏa ara dbandbera milemise jekhane
natuna
chetanara prastabe shwakkhor rakhe
bishal
bristira ebhavei neme ashe haṭhaṯ
byapaka
bajrera ebhabei hana diẏe thake
adima
bhaẏa ara dbandbera milemise jekhane
natuna
chitanara prastabe shwakkhor rakhe
Kaṣṭokalpito
prakalpa garvei khoje
prakasapatha
ei andhakarera beṛajale
sabuj ranga
pele habei abar saṅgrami
br̥ṣṭipata
take abhinandana pauchale
sabujera khoje
br̥ṣṭi puja
br̥ṣhṭi deẏa
se kr̥paṇa raja
ujaṛa kare
jadi bhaṇḍara -
dhbansa banya
hahakar -
tabe
keno
akaraṇe
archana?
Nije
guṇe
sukha santi
barjan
prakr̥ti
random
miche abesaṭa
dakhalera cheṣṭa
dyakhoni seṣaṭa
dekhate cheẏeo
na karate jeo na baẏana
akarane
khuna habe seṣaṭaẏa maẏana
tadanta habe
na, insurance pabe na,
‘Iswarer
hat’ bale case kara jabe na
adam
ba ibhera prathama bhula niẏe
aja'o
e sbarga manuṣera bhula saẏa
avukta
dharitrira jala suṣe khaẏ
ja
jaja ta kakhana'o phire asabe ki?
Khusira
sbarga ami khujini je moṭei
nirasara
adhar amar pase joṭe
jamabhakta
birakta trimuṇḍa kukuraṭa je
narake
thekeo phiriẏeche— amaẏ
kichu
nei kichu nei ta'i charapase
asariri
sūn'yata pretaloke hase
abhisapta-bhabiṣyaṯ
ei nagapase
(aj'o)
atitabandi dekhe sthabira amaẏ
dekho
krodh ja’me meghera maton
dekho
kṣobha ja’me meghera maton
Ja’me
ache kanna, ja’me ache buke kanna
aja
nijera bhetara na khuṛe
ba'ire
khujache hira panna?
Pratyasa
marache dina ratri jane
jeneo
jano na tara mane (mane)
kaṣṭa
kalpita prakalpa garbhei khoje
(se
khojera seṣe nei)
prakasapatha
ei andhakarera beṛajale
(gahana
timire)
sabuja
raṅa pele habei abara saṅgrami
(adima
saṅgrama)
br̥ṣṭipata
take abhinandana pauchale
bishal
br̥ṣṭira ebhabei neme ase haṭhaṯ
byapaka
bajrera ebhabei hana diẏe thake
adima
bhaẏa ara dbandbera milemise jakhane
natuna
chetanara prastabe sbakṣara rakhe
Kame jacche
Ozone
puṛe jacche
goṭa Amazon
AC hoka ba
heater-e
aj
thermometer-e
chaṛabe na
parada; prakr̥tik garad
dhara paṛabe
na kona'o viral infection
kame asache
din
ne'i se rata
raṅina
aj jibane
sbapane
labaṇe
Lockdown-e
Foul goṭa
scene
bhari hacche
cokh
ara kata ye
durbhog
jata samasya'i
hok
ache du'i
dose vaccine…
|